নিরপেক্ষ সরকারের অধীনে ইভিএমে নয়, ব্যালট পেপারেই ভোট হবে : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে। ইভিএমে নয়, ব্যালট পেপারেই ভোট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ দেয়া হবে না। সাধারণ মানুষের সঙ্গে সরকার রসিকতা করছে বলে দাবি করেন তিনি। লুটপাট ছাড়া সরকারের অন্য কোনো কর্মসূচি নেই । সরকার ও মুনাফাখোরদের সঙ্গে কোনো তফাৎ নেই। তারা একাকার হয়ে গেছে বলে অভিযোগ করেন রিজভী। ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তার কথা শুনলে মনে হয়, তিনি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, বিএনপির উপদেষ্টা পদেও আছেন।