নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন : বিএনপি ও গণসংহতির ঐক্যমত

- আপডেট সময় : ০৮:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় সংসদ ও সরকার গঠনে একমত গণসংহতি আন্দোলন। দলটির সাথে সংলাপ শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে যুগপৎ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে দলটির সাথে রাজনৈতিক সংলাপে বসে বিএনপি। এতে অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।
সংলাপে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরপেক্ষ সরকারের দাবির যৌক্তিকতা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পদত্যাগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে গণঅভ্যুত্থান গড়ে তোলার আহবান জানান মির্জা ফখরুল।
রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুপথৎ আন্দোলনের আহবান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দলের পক্ষে থেকে সাত দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি।