নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ থেকে খাদে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় দরগাহপুরে নির্মাণাধীন ব্রীজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও একজন।
স্থানীয়রা জানায়, সকালে তিন যুবক মোটরসাইকেলে ব্রীজের ওপর দিয়ে যাচ্ছিলো। এসময় ঘন কুয়াশা থাকায় ব্রীজের শেষপ্রান্ত না দেখতে পেলে তারা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দু’জন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আশাশুনি থানার ওসি বিশ্বজিত কুমার অধিকারী জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।