নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করবে নিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। চলবে ৩১ জুলাই পর্যন্ত। এতে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আসন্ন সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। উন্মুক্ত আলোচনায় প্রতিদিন আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জন্য সময় রাখা হয়েছে দুই ঘণ্টা করে। অন্য দলগুলো পাবে এক ঘণ্টা করে। বিএনপির সঙ্গে ২০ জুলাই এবং ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির এ কার্যক্রম শেষ হবে।





















