নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের
- আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তবে আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন, বাজারে তেলের কোন সংকট নেই। সরকার নির্ধারিত মূল্যেই দাম রাখা হচ্ছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, তেলের দাম কমাতে সরকারের উচিত নিজস্ব উদ্যোগে আমদানি করে বাজারে স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করা।
প্রায় সব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে ক্রয় ক্ষমতা হারাচ্ছে নিম্নআয়ের মানুষ। হাতের নাগালের বাইরে চলে গেছে ভোজ্যতেলের দাম। এ নিয়ে প্রতিনিয়ত ক্ষোভ জানাচ্ছে সাধারণ মানুষ।
বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধিকে দায়ি করছে ব্যবসায়ীরা। সে তুলনায় দেশে দাম খুবই কম বেড়েছে বলে জানান, টিকে গ্রুপের পরিচালক।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখলে জরিমানা করা হচ্ছে বলে জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নতুনভাবে এলসি খোলা হয়েছে ৯৫ দশমিক ৭ শতাংশ। সে হিসেবে ভোজ্যতেলের সংকট হওয়ার কথা নয়। ভোজ্যতেলের বোতলে আমদানী দাম লেখা থাকলে, অসাধু ব্যবসায়ীরা অস্থিরতা তৈরি করতে পারবে না বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আমদানীকারক ব্যবসায়ীদেরকে সরকারের আস্থায় ফেরাতে হবে বলে মনে করে, সংশ্লিষ্টরা।










