নিত্যপণ্যের বাজারে এখনও জ্বলছে আগুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৫১৭ বার পড়া হয়েছে
কিছু সবজির দাম সামান্য কমলেও বেশির ভাগেরই দর চড়া। মাছ, মাংস, তেলসহ অন্যান্য মুদি পণ্য স্থিতিশীল; চালের মূল্যে হয়নি হের-ফের। সব রকম মুরগির দাম আগের মতো রয়েছে, তবে কমেছে ডিম। দাম নিয়ে অবশ্য ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
রাজধানীর মহাখালী কাঁচাবাজার। দুয়েকটি বাদে গেলো সপ্তাহের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি।এ নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা।
মুরগির বাজার অবশ্য স্থিতিশীল। গেলো সপ্তাহজুড়ে দাম ওঠানামা করে, আছে ক্রেতার সাধ্যের মধ্যেই।
তেল, আটা-ময়দাসহ মুদি দোকানের নিত্যপণ্য রয়েছে স্থিতিশীল, গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। নতুন করে বাড়েনি চালের মূল্য।
মাছ-মাংসেও হেরফের নেই। তবে দর নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা।