নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটি ও খুলনায় মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটি ও খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটিতে প্রচার পত্র বিতরণ করেছে বিএনপি। পৌর বিএনপির উদ্যোগে কাঠালতলী দলীয় কার্যালয় থেকে শহরের বনরূপা বাজার, হ্যাপির মোড়সহ বিভিন্ন স্থানে এই প্রচার পত্র বিলি করা হয়। এসময় তারা বলেন, দিন দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকহারে বেড়েই চলছে। সরকার দলীয় লোকজন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার করায় নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে।
খুলনায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে খুলনা মহানগর ইসলামিক আন্দোলন।
নরসিংদীতে টাকা ফিরে পেতে মানববন্ধন করেছেন লাপাত্তা হওয়া শাহ সুলতান মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের গ্রাহকরা। দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে সমিতির শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।










