নিত্যপণ্য মুল্যের উর্দ্ধগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নিত্যপণ্য মুল্যের ক্রমাগত উর্দ্ধগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বক্তারা…. দেশব্যাপী নিত্যপণ্যের ক্রমাগত উর্দ্ধগতি ঠেকাতে সরকারসহ সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন। দুপুরে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ– ক্যাব জেলা শাখার আয়োজনে কর্মসুচি পালিত হবে। শহরের পায়রা চত্বরে এই আয়োজনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন অনেকে। এতে ক্যাবর সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।