নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে নেয়ার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় অভিযান

- আপডেট সময় : ০৬:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চলমান করোনা পরিস্থিতিতে ভোক্তাদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে নেয়ার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি নেয়ার অভিযোগে মৌলভীবাজার সদরে ও কুলাউড়ায় আলাদা ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা জরিমানা করেছে ।
গোপালগঞ্জে চাল ও পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজার অস্থিতিশীল হয়ে উঠছে। অভিযান চালিয়ে এক দোকানিকে ৩০ হাজার জরিমানা করেছে। পিঁয়াজের দাম বৃদ্ধি ও বিক্রি করা রশিদে অসামঞ্জস্য থাকার দায়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯ সালের ৪০ ধারায় দোকানিকে ৩০ হাজার জরিমানা এবং জব্দকৃত রশিদগুলোতে নম্বর না থাকায় তা পুড়িয়ে ফেলে।
হবিগঞ্জে বেশী দামে পেয়াজ ও চাল বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে ৬ মাসের জেল ও লাইসেন্স বাতিল করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া পণ্যের দাম বেশী রাখায় জেলায় ৩৪টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইলে ১৩ অসাধু ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে নয়জনকে ১০ হাজার টাকা করে, তিনজনকে ৫০ হাজার ও একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জামালপুরে করোনা অতঙ্ক ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা সঠিক না থাকায় ৫ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।