নিজের ভাষা বাঁচাতে হলে, বিদেশী ভাষাও জানতে হবে: জি এম কাদের

- আপডেট সময় : ০৭:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, নিজের ভাষা বাঁচাতে হলে, বিদেশী ভাষাও জানতে হবে। তিনি বলেন, মাতৃভাষার প্রতি প্রীতি মানে অন্য ভাষার প্রতি অবজ্ঞা নয়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদই দেশে সর্বস্তরে বাংলাভাষা চালু করেন বলেও জানান জি এম কাদের।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, নিজের ভাষার সম্মান রক্ষা করতে বাঙালীরা জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আর সেই গৌরবোজ্জল ত্যাগের স্বীকৃতি স্বরুপ আমাদের শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাহান্নর ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামের বীজ বপণ হয়েছিলো উল্লেখ করে, জি এম কাদের বলেন, ভাষা আন্দোলনই বাঙালী জাতিকে লড়াই সংগ্রাম করতে অনুপ্রেরণা শিখিয়েছে। তিনি বলেন, ভাষা শহীদ পরিবারকে পুনর্বাসন ও সর্বস্তরে বাংলাভাষার প্রচলণ করতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদই আইন করেছেন।