নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি মিথ্যাচার করছে : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই, এরপরেও সরকারের বিরুদ্ধে বলার মত কিছু না পেয়ে বিদ্যুতের বিপর্যায়কে কেন্দ্র করে মিথ্যাচার করছে বিএনপি।
তারা ক্ষমতায় থাকতে এক মেগাওয়াটও বিদ্যুৎ দিতে পারেনি। সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে মাহবুব উল আলম হানিফ বলেন, নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা ঢাকতে সরকারের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্শান্বিত হয়ে বিএনপি নির্লজ্জ মিথ্যাচার করছে। বজ্রকন্ঠের আয়োজনে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় দৌলতপুর সংসদ সদস্য আ.ক.ম সরোয়ার জাহান বাদশাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।