নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নারী টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপসদের দেয়া ৯২ রানের টার্গেটে সালমা খাতুনের দল অল আউট হয় যায় ৭৪ রানে।
মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দুই ওপেনার সোফি ডিভাইন-রেচেল প্রিস্ট গড়েন ৩৬ রানের জুটি। ডিভাইনকে সালমা খাতুন ফেরালে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। এরপর ৩২ রানের মধ্যে রেচেল প্রিস্ট-সুজি বেটস-ম্যাডি গ্রিন আর হেলি জেনসেন ফিরে গেলে বিপর্যয়ে পড়ে ব্ল্যাক ক্যাপসরা। পর নিউজিল্যান্ড অলআউট হয় মাত্র ৯১ রানে। ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশের রীতু মনি। সালমা খাতুন নিয়েছেন ৩ উইকেট। জবাবে ব্যাটিংয়ে বিধ্বস্ত বাংলাদেশ। সর্বোচ্চ ২১ রান করেন নিগার সুলতানা। আসরে টানা তিন বার হেরে যায় সালমা খাতুনের দল।