নিখোঁজের ৫ ঘন্টা পর শিশু উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কামারখন্দ বারাকান্দিতে নিখোঁজের ৫ ঘন্টা পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
স্বজনরা জানান, ২৩ দিন বয়সী শিশুটিকে নিজ ঘরে ঘুম পাড়িয়ে রেখে মা ফরিদা খাতুন বাড়ির পেছনে গাছের পাতা কুড়াতে যান। পরে ঘরে ঢুকে তিনি শিশুটিকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজ করেন। কিন্তু শিশুটির কোথাও হদিস মেলেনি। শিশুটি উপজেলার শহিদুল ইসলাম ও ফরিদা দম্পতির সন্তান। গত সপ্তাহেই সিরাজগঞ্জের সরকারী ও বেসরকারী দুটি হাসপাতাল থেকে দুটি শিশু চুরি হয়।