নিখোঁজের তিন দিন পর পাবনার ডোবা থেকে এক জনের মরদেহ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নিখোঁজের তিনদিন পর পাবনা শহরের রাজাপুর এলাকায় মহাসড়কের পাশের একটি ডোবা থেকে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার জাহাঙ্গীর আলম গেল শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন। এরপর, তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার নিহতের স্ত্রী শাহানারা খাতুন এ বিষয়ে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। দুপুরে রাজাপুর এলাকার একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন।