নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জিতল অজিরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
ক্রাইস্টচার্চ টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো অজিরা।
চতুর্থ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২০২ রান। আর নিউজিল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। এমন সমিকরনে খেলতে নেমে ভাল শুরু পায় অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শের ১৪০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রন নেয় সফরকারীরা। শেষের কাজটি করেন ক্যারি ও প্যাট কামিন্স। দু’জনের অপরাজিত ৬১ রানের জুটিতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ১৬২ রানের বিপরীতে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২৫৬ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৩৭২ রান করলেও জয়ের জন্য ২৭৯ রানের টার্গেট পায় অজিরা। সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেরি।



























