নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ

- আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভবিষ্যতে এমন ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে ঘটনাস্থল পরদর্শন করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বলেন, যারা এটনার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না ।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর তোলপাড় শুরু হয় দেশব্যাপী নড়েচড়ে বসেন প্রশাসনের কর্তাব্যক্তিরা । খুব অল্পসময়ে গ্রেফতার হয় বেশ কয়েকজন। এ ঘটনার পর থেকে ক্ষুব্ধ স্থানীয়রা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
এদিকে ঘটনাস্থল পরদর্শন করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জানান, আইনের শাসন প্রতিষ্ঠায় এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এ ঘটনায় একজন ইউপি সদস্যকেও আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান ডিআইজি ।