নারী নির্যাতনের ভিডিও বিটিআরসি সরিয়ে নিয়েছে কি না তা জানতে চেয়েছে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিটিআরসি সরিয়ে নিয়েছে কি না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে দুপুর ২টায় বিষয়টি আদেশের জন্য রেখেছে উচ্চ আদালত। এ বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের কোর্ট বিটিআরসির কাছে তথ্য জানতে চান। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বিষয়টি আদালতের নজরে আনেন। এসময় জঘন্য এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে আদালতকে অনুরোধ করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এএম আমিন উদ্দিন।