নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১৫ বার পড়া হয়েছে
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। সিডনিতে ভারতের দেয়া ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৫ রানে অলআউট স্বাগতিক অস্ট্রেলিয়া।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী ভারত। দলীয় ৪১ রানে এলবিডব্লিউর ফাদে পড়ে স্মৃতি মান্ধানা। স্কোর বোর্ডে ২ রান যোগ হতেই শেফালি ভার্মাকে ফেরান এলিস পেরি। এরপর ক্যাপ্টেন হারমানপ্রিতের স্ট্যাম্প ভাঙেন জেস জোনাসেন। ২৬ রানে সাজঘরে ফেরেন জেমিমা রদ্রিগেজ। এরপর দিপ্তি শর্মার অপারজিত ৪৯ রানে ভর করে ১৩২ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে, ব্যাট করতে নেমে ভারতের মেয়েদের বোলিং আক্রমণে ১১৫ রানে গুটিয়ে যায় স্বগতিকরা।
















