নারী ওয়ানডে বিশ্বকাপে কাল তৃতীয় ম্যাচ বাংলাদেশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে কাল তৃতীয় ম্যাচ বাংলাদেশের। এবার টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।
বিশ্বকাপে সাত প্রতিপক্ষের মধ্যে শক্তি আর সামর্থ্যে কেবল পাকিস্তানের কাছাকাছি বাংলাদেশ। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্ন দিয়ে হ্যামিল্টনে পাকিস্তানের মোকাবেলা নিগার সুলতানার দল। প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ মিশন শুরু করলেও, প্রতিপক্ষের বিপক্ষে অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। মুখোমুখি ১১ ম্যাচে পাকিস্তানের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে পাঁচ ম্যাচে। শেষ দুই ম্যাচে শতভাগ জয়ে এগিয়ে রাখবে বাংলাদেশকে। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে পুরো দল, রোমাঞ্চিত অধিনায়ক নিগার সুলতানাও।










