নারী ইউরো চ্যাম্পিয়নশিপ পিছিয়ে ২০২২ এর জুলাইয়ে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
এবার করোনার প্রভাব ইউরো নারী চ্যাম্পিয়নশিপে। করোনাভাইরাসের কারণে নারী ইউরো চ্যাম্পিয়নশিপ পিছিয়ে ২০২২ এর জুলাইয়ে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-উয়েফা।
মাঠের লড়াই শুরু হবে ৬ই জুলাই আর শেষ হবে ৩১শে জুলাই। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে ছেলেদের ইউরো চ্যাম্পিয়শিপ, অলিম্পিকসহ স্থগিত হয়েছে বড় ছোট সব টুর্নামেন্ট। এবার সেই তালিকায় যোগ হলে ইউরো নারী চ্যাম্পিয়নশিপ। ছেলেদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক থেকেও এক বছর পেছানো হয়েছে মেয়েদের ফুটবলের এই প্রতিযোগিতা। তবে, পূর্বনির্ধারিত ভেন্যু অনুযায়ী ইংল্যান্ডের আট শহরের দশ ভেন্যুতেই হবে ম্যাচ।





















