নারায়নগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক নিহত

- আপডেট সময় : ০১:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক এবং মাদারীপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত।
নারায়নগেঞ্জের বন্দর এলাকায় গতরাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাদেক মিয়া নামে এক অটোরিক্সা চালক খুন হয়েছে। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা যাত্রীবেশে অটোরিক্সায় উঠে তাকে হত্যার পর অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
জমিজমা নিয়ে বিরোধের জেরে হাতুড়ির পিটুনিতে গুরুতর আহত রুবেল মাতুব্বর সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় নিহতের বাড়ী মাদারীপুরের রাজৈর উপজেলা পাইকপাড়ার গ্রামে উত্তেজনা বিরাজ করছে । পুলিশ জানায়, সাবেক মেম্বার রব মাতুব্বর ও রহিম শিকদারের সর্মথকদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ১১ ফেব্রুয়ারী বাজার থেকে বাড়ি আসার পথে রুবেল মাতুব্বরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এদিকে, নড়াইলের হবখালী ইউনিয়নের চরসিঙ্গিয়া গ্রামের সাবু মোল্যা হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় ২৭ জনের নামে মামলা করেছে। ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় চরসিংঙ্গিয়া গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবু মোল্যাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।