নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে তীরে টেনে আনা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে তীরে টেনে আনা হয়েছে; বের করা হচ্ছে একের পর এক মরদেহ। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জীবিত উদ্ধার করা হয়েছে ৭০ জনকে। নিখোঁজ রয়েছেন অন্তত ৮ জন। নারায়ণগঞ্জ সদর থানার কয়লাঘাট এলাকায় রোববার সন্ধ্যায় লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চ সাকিত আল আসাদ। এদিকে, স্বজনহারাদের আর্তনাদে শীতলক্ষ্যা পাড়ের বাতাস ভারি হয়ে উঠছে। স্বজনদের দাবি এখনও ৮জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য প্রত্যক পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে।





















