নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

- আপডেট সময় : ০৮:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের মসজিদে বিষ্ফোরণের ঘটনাস্থলের দু’পাশ খুঁড়ে গ্যাস লিকেজের বিষয়টি খতিয়ে দেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে এই কাজ নিয়ে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ডিজিএম মফিজুল ইসলাম জানান, লিকেজের যে অভিযোগ পাওয়া গেছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই তাদের এই খনন কাজ। এতে গ্রাহকদের সাময়িক সমস্যা হলেও খোঁড়াখুড়ি শেষ হলে সঞ্চালন লাইন আবার চালু করে দেয়া হবে। ফলে এলাকার মানুষের গ্যাস না পাওয়ার দুর্ভোগ থাকবে না বলে আশ্বস্ত করেন তিতাস কর্মকর্তারা। এদিকে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির গণশুনানিতে অংশ নেয়নি কেউ। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কোন তদন্ত কাজ চললে তাতে অংশগ্রহণে অপারগতার কথা জানান ক্ষুব্ধ এলাকাবাসী।