নারায়ণগঞ্জের আড়াইহাজারে নুরুন্নাহার নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নুরুন্নাহার নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার ছোট বিনারচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে কবির হোসেন জানান, নতুন বাড়ি কেনা নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধ চলছিলো তার। রাত ৮ টার দিকে তার মা পুরানো বাড়ি থেকে নতুন বাড়িতে যান। এর কিছুক্ষণ পরই ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা তার মাকে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ওসি আনিছুর রহমান মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।