নারায়ণগঞ্জে সেন্ট্রাল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় : ০১:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৭২৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে সেন্ট্রাল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাশ নিয়ে হাসপাতাল ঘেরাও, বিক্ষোভ এবং ভাংচুর করেছে এলাকাবাসী।
স্বজনরা জানান, শহরের ডনচেম্বার এলাকার বাসিন্দা গর্ভবতী পান্না বেগমকে সোমবার দুপুরে খানপুর এলাকার সেন্ট্রাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি। পরে পান্না বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তার শরীরে একটি ইঞ্জেকশন দেন। অবস্থা আরো খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর জানার পর স্বজনরা ও এলাকাবাসী লাশ নিয়ে এসে হাসপাতাল ঘেরাওসহ বিক্ষোভ ও আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরিবারের অভিযোগ, সেন্ট্রাল হাসপাতালে ইঞ্জেকশন দেয়ার পরই এই প্রসূতির মৃত্যু হয়। তাদের কর্তব্যে অবহেলা ও ভুল চিকিৎসায় রোগির মৃত্যু হয়েছে দাবি করে স্বজনরা এর সুষ্ঠু বিচার চান।















