নারায়ণগঞ্জে মসজিদে বিষ্ফোরণ বিষয়টি খতিয়ে দেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

- আপডেট সময় : ০৬:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
এদিকে, নারায়ণগঞ্জের মসজিদে বিষ্ফোরণের ঘটনাস্থলের দু’পাশ খুঁড়ে গ্যাস লিকেজের বিষয়টি খতিয়ে দেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে তাদের এই খনন কাজ শুরু হয়।
এসময় তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ডিজিএম মফিজুল ইসলাম জানান, লিকেজের যে অভিযোগ পাওয়া গেছে তা খতিয়ে দেখতেই তাদের এই খনন কাজ। খোঁড়া শেষ হলে সঞ্চালন লাইন চালু করে দেয়া হবে। ফলে এলাকার মানুষের গ্যাস না পাওয়ার দুর্ভোগ কমে আসবে বলে আশ্বস্ত করেন তিতাস কর্মকর্তারা। এদিকে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির গণশুনানিতে অংশ নেয়নি কেউ। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কোন তদন্ত কাজ চললে তাতে অংশগ্রহণে অসহযোগিতার কথা জানান ক্ষূব্ধ এলাকাবাসী। নারায়ণগঞ্জের তল্লার স্থানীয় মাহমুদ সর্দারসহ তিন ব্যক্তি মসজিদ নির্মাণে ১৯৯০ সালে এই জায়গাটি দান করেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। অপরিকল্পিত ভবন নির্মাণ ও তিতাস গ্যাসের অবহেলায় এমন মর্মান্তিক দুর্ঘটনা বলেও অভিযোগ জানিয়েছে এলাকাবাসী।