নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার প্রথমবারের মতো সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার প্রথমবারের মতো সব কেন্দ্রে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন, ইভিএমে।
এবার ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের সবকটিতেই ভোট হবে ইভিএমে। ধারণা না থাকায় দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন ভোটাররা। শুধু ভোটার নয়, নির্বাচন কমিশনও বলছে চ্যালেঞ্জটা তাদের জন্যও অনেক। সমস্যা সমাধানে নির্বাচনের ৫ দিন আগে থেকে প্রতিটি কেন্দ্রে প্রতীকী ভোটের আয়োজন করবে ইসি। মক ভোটিংসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য এর মধ্যেই জনবনল নিয়োগের কাজ চলছে, জানালেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তা। ১৬ জানুয়ারি ভোটে মেয়র পদে নৌকা প্রতীকে আইভি ও হাতি প্রতীকে লড়ছেন তৈমুর আলম খন্দকার।