নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন ১৬ জানুয়ারি

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ। একই দিন টাঙ্গাইল-৭, মির্জাপুর আসনের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের ৯১তম কমিশন সভাশেষে সংবাদ সম্মেলনে ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেয়া হয়। নাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ এর সংসদ সদস্য মো. একাব্বর হোসেন মারা যান।