নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন পেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
প্রতিবেদনে গ্যাসের পাইপ লাইনে লিকেজ, বিদ্যুতের স্পার্ক ও মসজিদ কমিটির অবহেলাকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের কারণ বলে উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি বিকেলে ৪০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক জসিম উদ্দিন। প্রতিবেদনে মসজিদ কমিটি গঠনের নীতিমালা, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ স্থাপন করার জন্য ডিজিটাল ম্যাপ সহ ১৮ টি বিষয়ে সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি কথাও জানান তিনি।