নারায়ণগঞ্জে ট্রলারডুবি, এক নারীর মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুসহ কমপক্ষে আরো ৫ জন নিখোঁজ রয়েছে দাবী স্বজনদের । নিখোঁজরা সকলেই মুন্সীগঞ্জের গজারিয়ার বাসিন্দা।
ট্রলারে ১১ জন যাত্রী ছিলো। এরমধ্যে ৫ জনকে ঘটনার দিন গতকাল জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। গতকাল সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জের সিমানাবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়া ঘাটের এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, “একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলো।
সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সাথে সাথে ঘাট থেকে দুইটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এছাড়াও জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।