নারায়ণগঞ্জে চাকুরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৭৪০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও শহরের চাষাঢ়ায় চাকুরির প্রলোভনে প্রতারণার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ ৩ জনকে গ্রেফতার করেছে রেব-১১।
গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও শহরের চাষাঢ়ায় প্রতারণা মূলক দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চেয়ারম্যান ও এমডিসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রদানের নামে সহজ সরল লোকদের থেকে টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, চাকুরী প্রত্যাশীদের ভর্তি ফরম জব্দ করা হয়।