নারায়ণগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৭১৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তার স্বামী শ্যামল চন্দ্র দাসকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
সকালে বন্দরের লেজাস এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে গুরুতর আহত শ্যামল চন্দ্র দাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া ও কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলে সিয়ামকে আটক করেছে পুলিশ । বন্দর থানা পুলিশের পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফরিদা ও তার ছেলেকে আটক করা হয়েছে।