নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ফ্যাক্টর এখন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন

- আপডেট সময় : ০৫:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান দুই মেয়র প্রার্থীর জন্য বিভিন্ন দলের সমর্থন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিজয়ী হতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোটের মাঠে চলছে বিরামহীন প্রচারণা ও গণসংযোগ।
শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের কয়েকটি মহল্লায় গণসংযোগ করেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী তৈমুর স্থানীয় এক গডফাদারের প্রার্থী। তার পক্ষে জাতীয় পার্টির লোকজনও প্রচারণায় নেমেছে।
নগরীর ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি দাবি করেন, শেখ হাসিনা নারায়ণগঞ্জের ভোটার থাকলে তাকেই ভোট দিতেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্যের সমর্থনও চান তিনি।
দুই মেয়র প্রার্থীর মধ্যে অভিযোগ-পাল্টা-অভিযোগ থাকলেও নির্বাচনী পরিবেশ এখনও শান্তিপূর্ণ আছে বলে মনে করে ভোটাররা। ১৬ জানুয়ারি নির্বিঘ্নে ভোট দেয়ার আশা করছে তারা।