নানা নাটকিয়তার জন্ম দিয়ে অবশেষে আটক হলেন হেলেনা জাহাঙ্গীর
- আপডেট সময় : ০৪:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
নানা নাটকিয়তার জন্ম দিয়ে অবশেষে রবের হাতে আটক হলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত ও তথাকথিত আওয়ামী চাকরিজীবি লীগের সভাপতি হেলেনা জাহাঙ্গীর। বৃহস্পতিবার রাতে তাকে আটক করে রেব হেডকোয়াটারে নিয়ে যাওয়া হয়। এসময় তার বাসা থেকে নিষিদ্ধ মদ, হরিণের চামড়া, ক্যাসিনো খেলার সরঞ্জাম সহ নানা অবৈধ উপকরণ উদ্ধার করা হয়।
হেলানা জাহাঙ্গীর। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোচিত নাম। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া এই হেলেনা হয়ে উঠে আওয়ামী লীগের মত ঐতিহ্যবাহী দলের মহিলা উপ বিষয়ক কমিটির সদস্য।
তিনি শুধু রাজনীতিবিদ বনে যাননি, হয়েছেন জয়যাত্রা নামের একটি আইপি টিভির কর্ণধারও। চলতি বছরের জানুয়ারীতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হবার পর থেকে চলে তার রাজনীতির জয়যাত্রা। মেয়র নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বচনেও প্রার্থী হওয়ার জন্য দৌঁড় ঝাঁপ করতে দেখা যায় তাকে।
তিনি গঠন করেন আওয়ামী চাকরিজীবি লীগ নামের একটি সংগঠন। এই সংগঠনের নামে বিভিন্ন জনকে পদ পদবি দেবার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায় বলে জানান, আইনশৃঙ্খলা বাহিনী। এই নিয়ে বেশ সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এতেই বিপাকে পড়েন তিনি। দাবার চালের মত ঘুরে যায় তার জীবনের ভাগ্য। সর্বশেষ বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার গুলশানের বাসায় অভিযান চালায় রেব।
এসময় তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, মদ, হরিণের চামড়া, চাকু, ওয়াকিটকি হতে শুরু করে নানা উপকরণ জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী রেবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, হেলানার বিরুদ্ধে নানা আপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছ। তদন্ত করে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে, বৃহস্পতিবার শেষ রাতে হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

















