নানা কর্মসূচিতে গোপালগঞ্জে চার মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নানা কর্মসূচিতে গোপালগঞ্জে চার মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে নিহত মুক্তিযোদ্ধা কমরেড ওলিউর রহমান লেবু মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জের আড়পাড়ায় তার কবরে, গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে নিহত কমরেড কমলেশ বেদজ্ঞ বিষ্ণুপদ ও মানিকের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পাটি, উদীচী ও পরিবারের সদস্যরা। এসময় তারা এক মিনিট নীরবতা পালনসহ ৪ মুক্তিযোদ্ধা হত্যার বিচারের দাবীতে জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। ১৯৭৩ সালের ১০ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া ব্রীজের ওই মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু দীর্ঘ ৪৮ বছর পার হলেও গোপালগঞ্জের এই চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার বিচার কাজ শেষ হয়নি।























