নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর গলা কাটা মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসিফের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রতিদিনের মত বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলার জন্য আসিফ বাড়ী থেকে বের হয়। খেলা শেষে সন্ধ্যায় বাড়ীতে ফিরে না এলে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। পরে রাত আনুমানিক ১০ টার দিকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পিছনের কচু বাগানে তার গলা কাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার রহস্য সম্পর্কে কিছু জানা যায়নি। নিহত আসিফ পাংগাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।