নাটোরের লালপুরে ১৪৪ ধারা জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে দুই গ্রুপ একই জায়গায় সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়ন পরিষদ এলাকায় এই সিদ্ধান্ত বলবত থাকবে।
দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যূতি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানিয়ছেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথা ও স্থানীয় এমপি সমর্থকরা রামপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে একই সঙ্গে সভা আহব্বান করেছে। এতে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যে আতংক ও উত্তেজনা শুরু হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়া হয়।