নাটোরে ৯ মাসের অন্তঃসত্বা গৃহবধু হত্যার দায়ে মতিউর গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামের ৯ মাসের অন্তঃসত্বা গৃহবধু হত্যার দায়ে মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলরাতে উপজেলার ভবানীপুরের নিজ বাড়ী থেকে মতিউর রহমানকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করা হয়। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের। তিনি বলেন, নিহত শাহিনুর খাতুনের স্বামী রাশেদুল ইসলামের সাথে মতিউর রহমানের স্ত্রী আসমা বেগমের পরকীয়ার সম্পর্ক চলছিল। বিষয়টি জানতে পেরে মতিউর রহমান তাদের বাধা দেয়। পরে রাশেদুল ইসলাম মতিউর রহমানের স্ত্রী আসমা বেগমকে নিয়ে পালিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মতিউর রহমান গত ৩ জুন রাতে শাহিনুর খাতুনকে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে। ঘটনার পর থেকে মতিউর রহমান পলাতক ছিল।























