নাটোর, সাতক্ষীরা ও বাগেরহাটে পাঁচজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নাটোর, সাতক্ষীরা ও বাগেরহাটে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাটোরের লালপুরের একটি ধানের জমি থেকে একটি ভাঙ্গা মোটরসাইকেলসহ তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ অবস্থায় তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
সাতক্ষীরার সদর উপজেলায় এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলরাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাগেরহাটে মোরেলগঞ্জে হাসিবুল শেখ নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্টান্ড সংলগ্ন আলহাজ্ব রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমী মাদরাসার পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে হাসিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।



















