নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে ভারত কঠিন সময় পার করছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে ভারত কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি এসএ বোবদে।
আজ বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইনের ওপর শুনানির সময় তিনি এই মন্তব্য করেন। এই আইনকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, কোন আইনকে বৈধ বা তাকে সাংবিধানিক ঘোষণা করা আদালতের কাজ নয়। এদিকে, দিল্লিতে কংগ্রেসের ডাকা বিরোধী ঐক্যের বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।