নাগরিক সুবিধা বঞ্চিত ঝিনাইদহ পৌরবাসী

- আপডেট সময় : ০৭:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
প্রথম শ্রেণীর পৌরসভা হলেও ঝিনাইদহের নাগরিক সুবিধা এখনও তৃতীয় শ্রেণীর মতো।
ভাঙ্গাচোরা সড়ক আর বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে বাসিন্দাদের।
দ্রুত সড়ক সংস্কার আর ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার দাবী পৌরবাসীর।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রাম। প্রায় ১৫ বছর আগে সর্বশেষ সংস্কার করা হয় এই সড়কটি। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির পুরো এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ব্যস্ততম এই সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে পৌরবাসী। পৌরসভার সকল প্রকার কর দিলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী তাই দ্রুত সমস্যা সমাধানের দাবী তাদের।
পৌরসভার সকল সমস্যার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
শুধু আশ্বাস আর চটকদার কথায় আস্থা রাখতে নারাজ পৌরবাসী।
তারা চান দীর্ঘ দিনের জঞ্জ্যাল দূর করে আধুনিক পৌরসভার নাগরিক সেবা ।