না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের
- আপডেট সময় : ১২:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ক্যান্সার আর করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে রাজধানীর বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল কাদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। হাসপাতাল থেকে গোসলের জন্য অভিনেতার মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নেয়া হচ্ছে। এরপর আবদুল কাদেরকে নেয়া হবে মিরপুরের নিজ বাসায়। বাদ জোহর মিরপুর ডিওএইচে সেন্ট্রাল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেয়া হবে আবদুল কাদেরকে। সেখানে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে ৩য় জানাজা শেষে সন্ধ্যায় দাফন করা হবে জনপ্রিয় এই অভিনেতাকে। তিনি স্ত্রী এবং এক ছেলে ও মেয়েকে রেখে গেছেন। প্যানক্রিয়াসের ক্যানসারে ভুগছিলেন আবদুল কাদের। উন্নত চিকিৎসার জন্য চেন্নাইতে নিয়ে দেশে ফেরত আসেন ২০ ডিসেম্বর। দেশে ফেরার পর আবদুল কাদেরের করোনা পরীক্ষা করা হলে পজেটিভ আসে। এরপর এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।






















