নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩৫জন।
সোমবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার পাড়াতলীর কাচারিকান্দী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রাতেই গুলিবিদ্ধ হয়ে কাচারিকান্দী গ্রামের ইয়াসিন মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়। পরে মঙ্গলবার ভোরে আবারও সংঘর্ষ বাঁধলে কাচারিকান্দী গ্রামের শহীদ মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউপি সদস্য শাহ আলমের সঙ্গে সাবেক সদস্য ফজলুল হকের বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকেরা টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে শহীদ মিয়া নামে আরো একজনের মৃত্যু হয়েছে।























