নরসিংদীর রায়পুরায় অপহরণের ৫ দিন পর একটি ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৪:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৬৬১ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় অপহরণের ৫ দিন পর একটি ডোবা থেকে ইয়ামিন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইয়ামিন উত্তর বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের মধ্যপাড়ার প্রবাসী মো. জামান মিয়ার ছেলে।
নিহতের মা শামসুন্নাহার যুগান্তরকে জানান, গত ২৮ নভেম্বর সকাল ১০টায় ছেলেকে বাড়িতে রেখে ইউপি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান। দুপুরে বাড়িতে ফিরে ছেলেকে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মাইকিং করা হয়।
তিনি জানান, ওই দিনই তার মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিছু টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া হয়। শুক্রবার সকালে ইয়ামিনকে ফেরত দেওয়ার কথা ছিল। সকালে বাড়ির অদূরে একটি ধানক্ষেতে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। ১ ডিসেম্বর শিশু ইয়ামিনকে অপহরণের অভিযোগে রায়পুরা থানায় মামলা করেন শামসুন্নাহার।