নরসিংদীতে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করেছে ‘পলাশের পাপড়ি’ সংগঠন
- আপডেট সময় : ০২:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
নরসিংদীতে নির্মল বায়ু ও জীব-প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করেছে ‘পলাশের পাপড়ি’ নামে একটি সামাজিক সংগঠন। স্কুল শিক্ষার্থীসহ স্থানীয়দের হাতে তুলে দেয়া হয় এক হাজার ফলজ ও বনজ গাছের চারা। এ উপহার পেয়ে খুশি সবাই।
মানুষের ঐতিহ্য, অর্থনীতি, আবহাওয়া এবং জলবায়ু সহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। নরসিংদীর পলাশ উপজেলার নিজামউদ্দিন ঘাটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করে স্থানীয় একটি সামাজিক সংগঠন। আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন বয়সী নরনারীর ও শিশু-কিশোরদের হাতে তুলে দেন ১ হাজার চারা গাছ।
জনসংখ্যা বৃদ্ধিতে নগরায়ন ও শিল্পায়নের জন্য গাছ কেটে ফেলায় পরিবেশ হারাচ্ছে ভারসাম্য। ডেকে আনছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে দুর্ঘটনা। এমন মহাবিপর্যয় থেকে মুক্তি পেতে সামাজিক বনায়ন একান্ত জরুরী বলে মত সবার।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেকটা সামাজিক সংগঠনকে এধরনের কর্মসূচি নিয়ে কাজ করা উচিত।
বৃক্ষরোপণ ও বনায়ন রক্ষা এবং পরিকল্পিত বাগানই হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য সুন্দর পৃথিবী, মনে করছেন সংশ্লিষ্টরা।




















