নরসিংদীর ভেলানগরে এক বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নরসিংদী শহরের ভেলানগর চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নাইমুর রহমান নামে এক ঔষধ কোম্পানির বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাইমুর রহমান নাটোরের তারা নগর গ্রামের শফিকুর রহমানের ছেলে।সদর মডেল থানার এস আই নূর হোসেন জানান, এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিকে খবর দেয়। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।