নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদককে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে জেলা শহরের কান্দিপাড়া থেকে তাকে মাওলানা আব্দুল কাইয়ূম ফারুকীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, এ বছরের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময়কার সহিংসতায় আব্দুল কাইয়ূম ফারুকী প্রত্যক্ষভাবে জড়িত। সে সময় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অংশ নেয় হেফাজতের নেতাকর্মীরা।