নবাবের নাতি পরিচয়দানকারী আসকারি ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
 - / ১৫৭৩ বার পড়া হয়েছে
 
প্রতারণার অভিযোগে ঢাকার নবাবের নাতি পরিচয়দানকারী আলী হাসান আসকারি ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় মামলা করা হয়েছে। মামলার সূত্র ধরে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে জেলার দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলা দায়েরের পর আসকারির শ্যালক রায়হানউদ্দীন জনিকে শহরের কোর্ট রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৮ সালের ২৩ মে স্বাস্থ্য বিভাগে চাকরী দেয়ার নাম করে তিন দফায় ব্যাংক ও নগদে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক আসকারি। পরে চাকরি দিতে না পারলে তার সাথে যোগাযোগ করলে সে নানা টালবাহানা করতে থাকে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছে।
																			
																		














