নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ মাস্টার হত্যার মূল আসামীকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার লক্ষীপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ মাস্টার হত্যার মূল আসামী আরিফ মিয়াকে গ্রেফতার করেছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ান।
রেব সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের বোদায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে রেব। আজ তাকে গাইবান্ধার আদালতে সোপর্দ করা হবে। এদিকে, নিহত ইউপি সদস্য আব্দুর রউফ মাস্টারের বড় বোন মমতাজ বেগম বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় ঘাতক আরিফ মিয়াসহ অজ্ঞাত ৬/৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আরিফের সাথে আরো কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।