নন্দীগ্রামের বয়ালের বুথে বিজেপি ৮০ শতাংশ জাল ভোট দিয়েছে : মমতা
- আপডেট সময় : ০৯:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
নন্দীগ্রামের বয়ালের বুথে বিজেপি ৮০ শতাংশ জাল ভোট দিয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দোপাধ্যায়। এ নিয়ে তিনি রাজ্যপাল ধনখড়ের কাছে লিখিত অভিযোগও করেছেন।
সকাল থেকে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দোপাধ্যায় ও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই জাল ভোটের অভিযোগ উঠে। খবর পেয়ে দুপুরে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, বিজেপির লোকজন বুথে এজেন্টদের বসতে দেয়নি। এতে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপরই বুথের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে রাজ্য পুলিশ। কিন্তু বুথের বাইরের পরিস্থিতি শান্ত না হওয়ায়, বুথের ভেতর আটকে পড়েন মমতা। বিকল্প রাস্তায় মমতাকে বের করে আনতে ব্যর্থ হয় প্রশাসন। পরে বাধ্য হয়ে পুলিশের পক্ষ থেকে মানবশৃঙ্খল গড়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করা হয়। এ সময় বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জানান, খেলা যা হওয়ার হয়ে গেছে। ওই বুথে ৭০ শতাংশ ভোট পড়েছে। এখন গিয়ে আর কিছু করার নেই মমতার। পরে বুথে বসেই সংবাদ মাধ্যমে মমতা অভিযোগ করেন, বয়ালের ওই বুথে ৮০ শতাংশ জাল ভোট হয়েছে।



















